গাজীপুরের টঙ্গীর বোর্ড বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আলামিন (৫৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা মকবুল বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বোর্ড বাজারে এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার মামা পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে সে টঙ্গীর বোর্ড বাজার বাস্তুহারা এরশাদনগর এলাকায় থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামেল্যা গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমএ