মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে জাতীয় নাগরিক কমিটি। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলামোটর মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

এসময় ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এই ৭১ মরে না, এই ২৪ মরে না’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ইত্যাদি স্লোগান শোনা যায়।

র‍্যালিতে ঢাকার বিভিন্ন থানাসহ আশপাশের থানার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

এসএইচআর/এআইএস