মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) শিশুপার্কগুলো সোমবার (১৬ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা শিশুদের জন্য বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম রাজধানীর ছয়টি পার্কের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএনসিসি এলাকার আওতাধীন ছয়টি পার্ক ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

এই পার্কগুলো হলো- উত্তরখান মৈনার টেকের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখানের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ি সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড, মিরপুরের তামান্না শিশুপার্ক, কুড়িলের যমুনা ফিউচার পার্ক এবং বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস।

এএসএস/এআইএস