সমাবেশে বিচারপতি রউফ
দুর্নীতিবাজদের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
দুর্নীতিবাজদের বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে না পারলে গণতন্ত্র বিকশিত হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উত্তরার লাভলীন কনভেনশন হলে দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিচারপতি আবদুর রউফ বলেন, দুর্নীতবাজদের বিরুদ্ধে সমাজের সৎ ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনই দুর্নীতি বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ, তাই মানবকল্যাণে দুর্নীতি বন্ধ করতে ও সমাজের কল্যাণ করতে সবাইকে আত্মনিয়োগ করতে এগিয়ে আসতে হবে।
অ্যাডভোকেট হুমায়ন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আব্দুল হক তালুকদার, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পারভীন নাসের খান ভাসানীসহ অনেকে।
এমএসএ