চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগে মো. ইকবালকে (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটকের পর লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
আটক মো. ইকবাল উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লোহাগাড়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। স্থানীয়ভাবে তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিনের অনুসারী বলে পরিচিত।
আরও পড়ুন
খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল সেনাবাহিনীর উপজেলা ক্যাম্পে সেবা নিতে আসা লোকজনকে টার্গেট করে তাদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল লোকজনের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে টাকা আদায়ের ঘটনায় আটক ইকবালের বিরুদ্ধে মামলা হচ্ছে। রোববার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এমআর/এমএসএ