ভারতে আটক ৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর
সুন্দরবনের দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে দীর্ঘ ১ বছর পর হস্তান্তর করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
তারা হলেন, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১), বাবুল রশিদ (৪১), শেখ রাসেল (৩৬)।
আরও পড়ুন
জানা গেছে, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর তাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের কলকাতার দমদম থানায় হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
ওসমান গনি/এমএসএ