‘সাইবার সিকিউরিটির ঝুঁকি বিবেচনা করলে বাংলাদেশের সব কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা, সরকারি দপ্তর-সংস্থা এবং আইটি সেবা প্রদানকারীসহ সব প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিসহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং করা জরুরি।’

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এজাইল সাইবার ড্রিল-২০২৫ উপলক্ষ্যে এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এজিএস কোয়ালিটি অ্যাকশনের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবীব, সিইও ও পরিচালক মাহাবুবুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থিত কর্পোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী প্রথম এজাইল সাইবার ড্রিল-২০২৫ অনুষ্ঠিত হবে। যার মূল লক্ষ্য সাইবার আক্রমণের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।

ড্রিলে কারিগরি পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিসিএসের সদস্য ও আওতাভুক্ত সর্বমোট ১৫০ জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে সাইবার ড্রিলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহযোগিতা দেবে।

ওএফএ/এসএসএইচ