মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৫
রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকের ৫ নম্বর অ্যাভিনিউর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না (২৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিজ্ঞাপন
এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ ও আব্দুল্লাহর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
অন্যদের মধ্যে নিহত স্বপ্নার স্বামী শাহজাহান ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।
এসএএ/এআইএস