ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ইমরান শিকদার (২৩) নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, আমার ছোট ভাই ইমরান আজ (শুক্রবার) দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক আমার ভাইয়ের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক জানান— আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এআইএস