সাতকানিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়ায় বেসরকারি আশশেফা হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ৯ ডিসেম্বর এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।
মৃত প্রসূতির নাম নাহিদা আক্তার (২৫)। তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকার ফজুর পাড়ার মোস্তাফিজুর রহমানের মেয়ে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ মুবিন জানান, গত সোমবার বেলা সাড়ে ১১টায় আশশেফা হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। দুপুরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, সিজার করতে হবে। সিজারও করা হয়। সিজার করার পর শিশু বেঁচে থাকলেও তার মা নাহিদা সোলতানাকে বাঁচানো যায়নি বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন
মোহাম্মদ মুবিন বলেন, সুস্থ একটি মেয়ে ভর্তি হলো। চিকিৎসকরাও তখন জানান, কোনো জটিলতা নেই। কিন্তু কেমনে কী হয়ে গেল? সঠিক চিকিৎসার অভাবে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমি উপজেলা স্বাস্থ্য অফিসে অভিযোগ করব। ১৫ মাস আগে নাহিদার সঙ্গে বিয়ে হয়েছে। আমাদের অনেক স্বপ্ন ছিল। আমার নবজাতক শিশু পৃথিবীতে এলেও ভুল চিকিৎসায় নাহিদা আক্তার মারা গেছেন। আমরা এটির বিচার চাই।
আশশেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল হক বলেন, প্রসূতির অভিভাবক আমাদের লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এখনো আমাকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এমজে