প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। ১০ শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির ৫৫ শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রভাবশালী এসব গ্রাহক সময়মতো টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকটির ৬১ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে। এ কারণে চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটি ১ হাজার ৫০৪ কোটি টাকা লোকসান করেছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

আওয়ামী-ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক

সম্প্রতি সরকারের কাছে দেওয়া একটি চিঠিতে জনতার চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সম্প্রতি এক সভায়ও নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়।

বণিক বার্তা

সংস্কারের বহু উদ্যোগেও লুণ্ঠন বন্ধ করা যায়নি

স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংস্কারের কথা বলা হচ্ছে। এজন্য দফায় দফায় নেয়া হয়েছে প্রকল্পের পর প্রকল্প। জনগণের করের অর্থ থেকে জোগান দেয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার মূলধন। যদিও সংস্কারের কোনো উদ্যোগ কিংবা প্রকল্প সরকারের মালিকানাধীন এ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতি থামাতে পারেনি। ঋণের নামে ক্ষমতাসীনদের অর্থ লুণ্ঠনের প্রক্রিয়াও বন্ধ করা যায়নি।

বণিক বার্তা

আওয়ামী লীগের কেন্দ্রীয় ৭৭ নেতার মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার ৯, বাকিরা পলাতক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিধি ৮১ সদস্য হলেও ২২তম জাতীয় সম্মেলনে তিনটি পদ ফাঁকা রেখে ৭৮ সদস্যের কমিটি ঘোষণা হয়। তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী কিছুদিন আগে মারা গেছেন। গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দলটির বাকি কেন্দ্রীয় নেতাদের সিংহভাগই আত্মগোপনে যান। কেবল নয় কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আজকের পত্রিকা

দেশে ৬৩ লাখ বেকারের ৮৭ শতাংশ শিক্ষিত

১৮ কোটি মানুষের বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৬৩ লাখই বেকার। আর এই বেকারদের ৮৭ শতাংশই শিক্ষিত বেকার। আর ২১ শতাংশ বেকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও কোনো কাজে যুক্ত নন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৩-এ এই তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য বলছে, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণেরাই বেশি বেকার, যার সংখ্যা ৩৮ লাখ। তাঁরা কোনো কাজকর্ম না করেই বছরের পর বছর চাকরির পেছনে ছুটছেন।

কালের কণ্ঠ

ভূমিসেবা পেতে কোটি মানুষের ভোগান্তি

অনলাইনে ভূমির নামজারি, পরচা করা যাচ্ছে না। খাজনার রসিদও কাটা যাচ্ছে না। এই দুটি কাজ করতে না পারায় জমি কেনাবেচাও করা যাচ্ছে না। কার্যত সফটওয়্যার জটিলতায় মহানগর, নগরসহ পুরো দেশের ভূমি ব্যবস্থাপনায় দেখা দিয়েছে এমন অচলাবস্থা।

১৬ দিন ধরে চলা এই স্থবিরতায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দেশের কোটি ভূমি মালিক। তারা নামজারি, পরচা ও খাজনা পরিশোধের নতুন আবেদন করতে পারছেন না। আবার পুরনো আবেদনকারীদেরও সমস্যার মীমাংসা করা যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত নামজারি, পরচা ও খাজনা পরিশোধের বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ভূমি মালিকরা।

আজকের পত্রিকা

১৮ কোটি মানুষের জন্য ভাসকুলার সার্জন ৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরবের মামুন মিয়ার ডান হাত কুপিয়ে জখম করা হয়। এতে হাতের কেটে যাওয়া ধমনি ও শিরা জোড়া লাগাতে তাৎক্ষণিক রক্তনালির অস্ত্রোপচারের প্রয়োজন থাকলেও স্থানীয় কোনো হাসপাতালে ওই সুবিধা ছিল না। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যখন তাঁকে আনা হয়, ততক্ষণে পেরিয়ে গেছে ১০ ঘণ্টার বেশি। এর আগেই হাতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, মরে যায় পেশির কোষ। চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ হয়। মাংসপেশিতে পচন ধরায় ট্রাক্টরচালক মামুনের ডান হাত কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়।

কালবেলা

মামলার পাহাড় তদন্ত কর্মকর্তাদের ঘাড়ে

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় সারা দেশে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৩৫০টি মামলা হয়েছে। এসব মামলা দায়েরের চার মাস পার হলেও এখন পর্যন্ত কোনোটিরই তদন্ত শেষ করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। শুধু এই মামলাগুলোই নয়, দীর্ঘ সময় ধরে কয়েক হাজার মামলার তদন্ত ঝুলে থাকলেও তা নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে তদন্ত কর্মকর্তাদের ওপর তদন্তাধীন মামলার চাপ বাড়ছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে।

আরও জানা গেছে, শুধু গত নভেম্বর মাসেই বিশেষায়িত দুটি তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অন্তত ২৮ হাজার মামলা তদন্তাধীন রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন মেট্রোপলিটন ও রেঞ্জে আরও কয়েক হাজার মামলা তদন্তাধীন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুরোনো এসব মামলার তদন্তের পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের গুরুত্বপূর্ণ মামলাগুলোও একই তদন্ত কর্মকর্তাকে তদন্ত করতে হচ্ছে। এজন্য দীর্ঘ সময় পার হলেও এসব মামলার তদন্ত কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।

কালের কণ্ঠ

দেশের ১১.৯% মানুষ অপুষ্টিতে ভুগছে

বাংলাদেশে জনসংখ্যার ১১.৯ শতাংশ অপুষ্টিতে ভুগছে। ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি হলেও এখনো এখানে মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে। বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। গতকাল বুধবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪-এর রিপোর্ট প্রকাশ করা হয়।

যুগান্তর

জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) খুবলে খেয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার ঘনিষ্ঠ শক্তিশালী একটি চক্র। এ চক্রের ‘মাস্টারমাইন্ড’ এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এবং বিতর্কিত ব্যবসায়ী আদনানের সঙ্গে জড়িত জাভেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, চাচাতো ভাই আলমগীর কবির অপু, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও নাফিজ সরাফাত। জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের চার প্রতিষ্ঠানসহ চক্রের স্বার্থসংশ্লিষ্ট ১১টি প্রতিষ্ঠানের নামে বের করে নেওয়া হয়েছে দুই হাজার কোটি টাকা।

টিবিএস

,১৫২ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট ও বাকলিয়াতে চট্টগ্রাম ওয়াসার নতুন স্যুয়ারেজ প্রকল্প

বন্দর নগরীর কালুরঘাট ও বাকলিয়া অঞ্চলের জন্য কেন্দ্রীয় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে ৫ হাজার ১৫২.৫৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়েছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) । 

'চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)' শীর্ষক এ প্রকল্পের আওতায় এই অঞ্চলের মানুষ যুক্ত হবে উন্নত পয়ঃনিষ্কাশন সেবায়। 

এছাড়া বিএনপির তিন সংগঠনের লংমার্চে লাখো নেতাকর্মীর ঢল; গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরছেন ফখরুল; তথ্য উপদেষ্টা / সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে দলগুলো;  ঢাকার মামলা ফাইলবন্দি, কলকাতায় শুনানি শুরু;  বাশারের পতনের নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েল—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।