ঢাকায় জন্ম–মৃত্যুসহ নানা সনদ পেতে ভোগান্তি
হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত দাবি করে যেসব কর্মকর্তা আবেদন করেছিলেন, তাঁদের মধ্য থেকে ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ–সংক্রান্ত কমিটি। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
আওয়ামী লীগের ১৫ বছরে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
অবসরপ্রাপ্ত ও মারা যাওয়ায় এসব সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পূর্বের বা অতীতের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ বলা হয়ে থাকে।
জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেছেন।
টিবিএস
‘কেউ কি বাতাসের মান আদৌ খতিয়ে দেখছে?’
একিউআই সূচক অনুযায়ী, ১৫১-২০০ "অস্বাস্থ্যকর," ২০১-৩০০ "খুবই অস্বাস্থ্যকর" এবং ৩০০-এর বেশি "ঝুঁকিপূর্ণ" হিসেবে ধরা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সোমবার রাতে ঢাকার বায়ুদূষণ নতুন রেকর্ড তৈরি করে। রাত ১০টায় আইকিউএয়ার সূচকে একিউআই পৌঁছায় ৪৫৭-এ। সন্ধ্যা ৮টা থেকে টানা ৫ ঘণ্টা এই সূচক ৪০০-এর বেশি ছিল।
বণিক বার্তা
ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে ভিয়েতনামের মডেল অনুসরণ করবে কি বাংলাদেশ
ট্রুং মাই লান। ভিয়েতনামের অন্যতম শীর্ষ ধনী। তবে তার উত্থান গল্পটি অনেকটাই সিনেমার কাহিনীর সঙ্গে মিলে যায়। এক সময় মায়ের সঙ্গে হো চি মিন শহরের প্রাচীন মার্কেটে প্রসাধনী বিক্রি করতেন। ধীরে ধীরে তার ছোট ব্যবসা বড় করেন। ১৯৮৬ সালে দেশটির কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার চালু করলে ট্রুং মাই লান শুরু করেন ভূমি ও সম্পত্তি কেনাবেচা। নব্বইয়ের দশকে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর একটি বড় অংশের মালিক বনে যান।
প্রথম আলো
ঢাকায় জন্ম–মৃত্যুসহ নানা সনদ পেতে ভোগান্তি, হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা
খোঁজ নিয়ে জানা গেল, অনেক ক্ষেত্রে একজন সচিবকে একাধিক ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে তাঁদের পাওয়াও যাচ্ছে না। ঠিকানা বদলে যাওয়ার কারণে কার্যালয় খুঁজে পেতেও সমস্যা হচ্ছে। আন্দোলনে ভাঙচুর ও লুটপাটের পর প্রয়োজনীয় সরঞ্জাম না পাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে দাপ্তরিক কাজ। এ ছাড়া সেবাপ্রত্যাশীদের চাপ বেশি থাকায় তা সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা–কর্মচারীরা।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২৬ সেপ্টেম্বর ঢাকা উত্তর, দক্ষিণ সিটিসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। ১ অক্টোবর কাউন্সিলর কার্যালয়ে সেবাগুলোর জন্য দায়িত্ব দেওয়া হয় প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের। ঢাকার দুই সিটিতে ওয়ার্ড আছে ১২৯টি। দুই সিটিতে ২০টি অঞ্চল রয়েছে। মূলত তখন থেকেই সনদ–সংক্রান্ত সেবা পেতে নগরবাসীর ভোগান্তি শুরু হয়।
বণিক বার্তা
দেশের ১ হাজার ১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ
দেশে নদ-নদীর খসড়া তালিকা করা হয়েছে। সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় এ খসড়া তালিকা প্রকাশ করেছে। গতকাল রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে ‘বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ’ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, খসড়া হিসেবে নদ-নদীর সংখ্যা ১ হাজার ১৫৬। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাওয়া সংখ্যা যাচাইয়ের পর এ তালিকা প্রকাশ করা হয়েছে। আরো যাচাই-বাছাইয়ের পর নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রথম আলো
বিআরটি প্রকল্পে কাজ বাকি রেখে চালু হচ্ছে বাস, সুফল নিয়ে শঙ্কা
সড়ক বিভাজক, স্টেশন, পদচারী–সেতু নির্মাণসহ বেশ কিছু কাজ বাকি রেখেই বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে বাস চলাচল শুরু হচ্ছে। প্রকল্প শুরুর প্রায় এক যুগ পর আসন্ন বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচল উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এমন অবস্থায় যাত্রীদের মধ্যে প্রকল্পের সুফল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে দুটি এসি বাস দিয়ে গাজীপুরের শিববাড়ী থেকে বিআরটি লেন দিয়ে আবদুল্লাহপুর হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। বিভিন্ন স্থানে কাজ শেষ না হওয়ায় পরীক্ষামূলক বাসে চলাচলকারী যাত্রীরা নেতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার প্রকল্পের পুরোপুরি সুফল পেতে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন
বণিক বার্তা
ব্রাজিল-আর্জেন্টিনা থেকে চার জাহাজে এল ৫২ হাজার টনের বেশি সয়াবিন তেল
দীর্ঘদিন পর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করেছেন মিল মালিকরা। ঘোষণার একদিন পরই পাইকারিতে দরপতন হয়েছে পাম অয়েলের। সরবরাহ চাপ বেড়ে যাওয়ায় মূলত দাম কমেছে। এছাড়া বিশ্ববাজারে মঙ্গলবার বুকিং দরের পতন, চট্টগ্রাম বন্দরে কয়েক দিনে ভোজ্যতেলবাহী চারটি জাহাজ নোঙর করার কারণেও বাজারে প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
মানবজমিন
বিদেশে পাসপোর্টের জন্য হাহাকার
দুনিয়ার দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের জন্য হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট। ইতালি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানামুখী জটিলতায় দিনাতিপাত করছেন প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ।
আজকের পত্রিকা
যোগাযোগ খাতে লুটপাট: পাঁচ প্রকল্পেই ব্যয় বাড়ানো হয় ৫৬ হাজার কোটি
পদ্মা সেতু, মেট্রোরেলসহ যোগাযোগ খাতের পাঁচটি মেগা প্রকল্পে সব মিলে ব্যয় বেড়েছে ৫৬ হাজার ৬০৩ কোটি ৮৩ লাখ টাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের এসব প্রকল্পে খরচ হয়েছে প্রাথমিক খরচের চেয়ে অনেক বেশি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরা শ্বেতপত্রে মেগা প্রকল্পের খরচের এমন চিত্র উঠে এসেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, কয়েকটি প্রকল্প এখনো শেষ হয়নি। ফলে খরচ আরও বাড়তে পারে। এই পাঁচ প্রকল্পের অপর তিনটি হলো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, চট্টগ্রামের কর্ণফুলী টানেল ও দোহাজারী-কক্সবাজার রেলপথ।
কালের কণ্ঠ
ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি
চরম তারল্য সংকটে আছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো। ফলে গ্রাহকের চাহিদামতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক। গত কয়েক মাসে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় ২৮ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে।
যুগান্তর
বেড়েছে চালের উৎপাদন খরচ, কমেছে লাভ
দেশে দিন দিন কমছে জমির উর্বরতা। এর ফলে বেড়ে যাচ্ছে চালের উৎপাদন খরচ। কিন্তু কমছে লাভের অংশ। এজন্য ধান চাষ অব্যাহত রাখাই কৃষকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চার দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলনের শেষদিনে একটি গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৭ ডিসেম্বর শুরু হয়েছিল চার দিনের এই গবেষণা সম্মেলন।
কালের কন্ঠ
সরকার পতনের পর ১৬৫৭ কোটিপতি হাওয়া
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট গদি ফেলে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই টানা প্রায় ১৬ বছরে ব্যাংক খাতে আওয়ামী সরকারের দুর্নীতি আর লুটপাটের চিত্র স্পষ্ট হতে থাকে। দলটির ক্ষমতাকালে তর তর করে বাড়তে থাকা কোটিপতি এখন পলকেই পড়তির দিকে। বাংলাদেশ ব্যাংক বলছে, আগের সরকার পতনের পরই এক ধাক্কায় কোটিপতির হিসাব কমেছে এক হাজার ৬৫৭টি।
সমকাল
৪০ হাজার বিদেশির অবৈধ বাস, মশগুল অপরাধে
বন্ধুত্বের সেতু তৈরি করে দামি উপহারের ফাঁদ, অনলাইনে ক্যাসিনো কারবার, ক্রেডিট কার্ডের কেরামতিসহ বহুমাত্রিক জালিয়াতির ঘটনায় বিদেশিদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে হরহামেশা। বিদেশিদের এসব চক্করে পড়ে অনেকে হচ্ছেন ফতুর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, শেষ ১২ বছরে অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় আসামি হয়েছেন ২৮ দেশের ৭৩০ নাগরিক। সবাইকে টপকে গেছে নাইজেরিয়া; সংখ্যাটা ৯১। অবৈধভাবে বাংলাদেশে থিতু হয়ে অনেক বিদেশি অপরাধে মশগুল থাকছেন। অভিযোগ আছে, অবৈধ পথে কামাইয়ের সেই অর্থ হুন্ডির মাধ্যমে নিজ দেশে পাচার করছেন।
কালের কণ্ঠ
হামলা চালিয়ে মালপত্র লুটের পাশাপাশি সড়কে বেপরোয়া হয়ে উঠেছে দুর্বৃত্তরা। চলতি বছরের গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে সারা দেশে চার শর বেশি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ।
এছাড়া ড. ইউনূস নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায়; ছোট লোভও সামলাতে পারেননি সাবেক মুখ্য সচিব তোফাজ্জল মিয়া; তারেক রহমান / জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি; বাংলাদেশ-ভারত সম্পর্ক : পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক / শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অনেক দিন অপেক্ষা করতে হবে; বাংলাদেশ-ভারত সম্পর্ক : পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক / ভারত হাসিনার মুখ বন্ধ করলে সম্পর্ক ভালোর দিকে যাবে; বাংলাদেশ-ভারত সম্পর্ক : পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক / ভারতের আচরণ পরিবর্তন হয় কি না দেখতে হবে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।