চট্টগ্রামে দুইজনের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুটি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ইন্দ্রপুল ও দুপুর সাড়ে ১২টায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটির পরিচয় পাওয়া গেলেও অন্যটির পরিচয় শনাক্ত করা যায়নি।
বিজ্ঞাপন
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, চরকানাই এলাকার একটি পুকুর থেকে বদি আলম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
তিনি দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। তবে তারা থানায় কোনো নিখোঁজ ডায়েরি করেননি। তার মুখে একটু আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের দাবি উনি (মরদেহ) মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরএমএন/এমজে