প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী পাস করেন, তাঁদের মধ্যে বেকারত্বের হার ২৮ দশমিক ২৪। পাস করা শিক্ষার্থী যাঁরা চাকরিতে আছেন, তাঁরা বেশির ভাগ স্বল্প আয়ের চাকরি করেন। নারী ও গ্রামের শিক্ষার্থীদের মধ্য বেকারের সংখ্যা বেশি।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীদের ২৮.২৪% বেকার, সরকারি চাকরিতে আগ্রহী ৪৩.১৩%

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের তৃতীয় দিনে এসব তথ্য তুলে ধরা হয়। কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব নিয়ে এ গবেষণা তুলে ধরেন বিআইডিএসের রিসার্চ পরিচালক এস এম জুলফিকার আলী।

কালবেলা

পুলিশ নিয়ে ডিসিদের একগুচ্ছ ভাবনা

মাঠ প্রশাসন সূত্রে জানা গেছে, ৬৪ জেলায় ডিসিদের অধীনে বিভিন্ন বাহিনী থেকে ১০-১৫ জনের সমন্বয়ে ‘স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স’ গঠনের প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট নিজে কিংবা তার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন জরুরি কার্যক্রম তথা ত্রাণ বিতরণ ও দুর্যোগে তাৎক্ষণিক সেবাদান করে থাকেন। এসব কাজ খুবই ঝুঁকিপূর্ণ। নিজস্ব সুরক্ষাসহ এ ধরনের জরুরি সেবা কার্যক্রম জোরদার করার জন্য ডিসির অধীন বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স স্থায়ীভাবে নিয়োগ করা প্রয়োজন। কারণ এ ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে বিদ্যমান বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততার ক্ষেত্রে দূরত্ব থাকায় এসব কাজে সময়ক্ষেপণ হয়।

বণিক বার্তা

আট বছর পর আন্তর্জাতিক দরপত্র, কেউ সাড়া দেয়নি

২০১৬ সালে আহ্বান করা আন্তর্জাতিক এক দরপত্রের ভিত্তিতে বঙ্গোপসাগরের গভীরে ১২ নম্বর ব্লকে গ্যাস উত্তোলনের কাজ পেয়েছিল দক্ষিণ কোরিয়ার তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানি পস্কো দাইয়ু। যদিও পেট্রোবাংলার সঙ্গে দাম নিয়ে মতবিরোধের কারণে একপর্যায়ে ব্লকটি থেকে গ্যাস না তুলেই চলে যায় কোম্পানিটি। পস্কো দাইয়ু এখন ওই ব্লকের পাশেই মিয়ানমার অংশে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করছে। বাংলাদেশের সমুদ্রসীমা ঘেঁষে অবস্থিত মিয়া ও শোয়ে কূপ থেকে কোম্পানিটি এরই মধ্যে কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস তুলেছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এ গ্যাস পাইপলাইনে করে চীনে রফতানিও হয়েছে।

সমকাল

দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল

সয়াবিন তেল ঘিরে কতই না নাটক হলো এই ক’দিন! আচমকা বাজার থেকে হারিয়ে যায় বোতলজাত তেল। গতকাল সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় সেই লুকানো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে; সেজেছে থরে থরে। বাজারে যেন এখন বোতলজাত সয়াবিনের নহর বইছে!

কিছু অসাধু ব্যবসায়ী ‘সয়াবিন-কাণ্ড’ ঘটিয়ে নিজেরাই প্রমাণ করে দিলেন– এই কারসাজিতে তারাই ছিলেন। সংকট দেখিয়ে সরকারকে চাপে ফেলে একদিকে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, অন্যদিকে এই ক’দিন নানা অপকৌশলে ক্রেতার পকেটে ছুরি চালিয়ে টাকা লুটেছেন।

আজকের পত্রিকা

ব্যাংক বাঁচাতে টাকা ছাপানোকে আত্মঘাতী বলছে আইএমএফ

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার অজুহাতে কয়েকটি ব্যাংককে হাজার হাজার কোটি টাকা নগদ সহায়তা প্রদানের পদক্ষেপকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা গণবিরোধী ও আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার দুর্বলতা ও দায়িত্বহীন পরিদর্শনের সুযোগে ভুয়া কাগজপত্র দিয়ে অর্থ পাচারের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। ঋণ জালিয়াতি এবং ব্যাংক তছরুপে সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অবহেলার পরিচায়ক বলে অভিযোগ করেছেন আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা।

প্রথম আলো

ঢাকাসহ দেশের কোন কোন শহরে দূষণ বেশি, কারণ কী

রংপুর শহরের তেঁতুলতলা থেকে লালবাগের হাট এবং ডিসির মোড় থেকে ক্যান্টনমেন্ট মোড় পর্যন্ত সড়কের দুই পাশে একসময় বড় বড় গাছ ছিল। শহরের সৌন্দর্য বাড়াতে এসব গাছ লাগানো হয়েছিল ১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে। রংপুরের কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার সময়ই এসব গাছ লাগান তখনকার জেলা প্রশাসক জে এন গুপ্ত। শহরটিতে শিক্ষার প্রসার আর এর নান্দনিকতা বাড়াতে সবুজায়ন প্রায় সমসাময়িক ঘটনা, জানালেন বৃহত্তর রংপুরের ইতিহাস বইয়ের লেখক মোস্তফা তোফায়েল হোসেন। তিনি বলেন, ‘দেড় থেকে দুই দশকে শহরের এসব শতবর্ষী গাছ কেটে সাফ করা হয়েছে। গাছ ঝুঁকিপূর্ণ হলে কাটতে হয়। কিন্তু এর বিপরীতে তো গাছ লাগাতে হবে। সেটা তো হয়নি।’

বণিক বার্তা

অগ্রণী ব্যাংকের ৩৫ শতাংশেরও বেশি ঋণ এখন খেলাপি

রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকের মতো গত দেড় দশকে অগ্রণী ব্যাংকেও সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। এ সময়ে ঋণের নামে ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন প্রভাবশালীরা। রীতিনীতি না মেনে দেয়া সেই ঋণ এখন খেলাপির খাতায় উঠছে। ব্যাংকটির তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হয় বিতরণকৃত ৩৫ শতাংশ ঋণ। এরপর পরিস্থিতি আরো অবনতি হয়েছে। বর্তমানে অগ্রণী ব্যাংকের প্রায় ৪০ শতাংশ ঋণই খেলাপি হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রথম আলো

আওয়ামী লীগের ১৫ বছরে বিচারের অভাবে নাজুক মানবাধিকার পরিস্থিতি

মানবাধিকার পরিস্থিতি সুরক্ষিত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঠিক বিচার করা। এ বিচার পাওয়া ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের স্বজনদের অধিকার। কিন্তু দেশে গুম-বিচারবহির্ভূত হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করা বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নজির নেই বললেই চলে। ফলে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় না আনায় নানামুখী অপরাধে জড়িয়েছেন তাঁরাও। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বিচার গুলি করার ঘটনাও অতীতের অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি দেওয়ার চেষ্টার কারণে হয়েছে। সব মিলিয়ে দেশে মানবাধিকার পরিস্থিতি ক্রমে নাজুক হয়েছে।

দেশ রূপান্তর

রাজনৈতিক পরিচয়ে ১৫ বছরে পুলিশে নিয়োগ ৯০ হাজার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানাভাবে যাচাই করা হয়েছে। নিয়োগ প্রার্থী কোন দলের, তার বাবা, দাদা এবং আরও পূর্বপুরুষ কোন দল করতেন তার খবর নেওয়া হয়েছে। দুই লাখ পুলিশের মধ্যে ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্য এভাবে রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।’

মানবজমিন

আওয়ামী লীগের শেষ সাড়ে ৫ বছরে মামলা ১ লাখ ১৮ হাজার ৯০০

সারা দেশে প্রতিনিয়তই নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ষণ, গণধর্ষণ, শারীরিক নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, এসিড নিক্ষেপসহ নানাভাবে নারী ও শিশুদের নির্যাতন করা হয়। ভয়, হয়রানি, সামাজিক অবস্থান ও মান সম্মানের ভয়ে অধিকাংশ নারী ও শিশু আইনের আশ্রয় ও মামলা না করলেও দেশের বিভিন্ন থানায় মামলার পরিসংখ্যান আকাশচুম্বী। পুলিশ সদরদপ্তরের  মামলার পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে গড়ে প্রতিদিন সারাদেশে ৫৮টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়। প্রতি মাসে গড়ে মামলা হয় ১৭৪৯টি। আওয়ামী লীগ শাসন আমলের শেষ সাড়ে পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে এক লাখ ১৮ হাজার ৯০০। 

বণিক বার্তা

গৃহযুদ্ধের এক দশকে সিরিয়ার অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ৮০%

গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালে সিরিয়ার অর্থনীতির আকার ছিল ৬১ দশমিক ৩৯ বিলিয়ন (৬ হাজার ১৩৯ কোটি) ডলারের সমপরিমাণ। বিশ্বব্যাংকের হিসাবে, এক দশকেরও বেশি সময় গৃহযুদ্ধ চলাকালে ২০২২ সালে দেশটির মোট জিডিপি নেমে এসেছে সাড়ে ১৭ বিলিয়ন (১ হাজার ৭৫০ কোটি) ডলারে। সে অনুযায়ী, এ সময় দেশটির অর্থনীতির সংকোচন হয়েছে ৭৯ দশমিক ৮০ শতাংশ।

টিবিএস

৫০ বছর যাবত বহু শিল্পকে লালন করে আসছি, এখনও তারা শিশুই রয়ে গেছে: অর্থ উপদেষ্টা

৫০ বছর ধরে বহু শিল্পকে কর অব্যাহতি দিয়ে আসছি। কিন্তু তারা এখনো শিশুই রয়ে গেছেন বলে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "৫০ বছর যাবত বহু শিল্পকে লালন করে আসছি (কর অব্যাহতি দেওয়ার মাধ্যমে)। এখনো তারা শিশুই রয়ে গেছে। শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনো বড় ভাবতে পারেনা। তারা শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।"

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়েই অভিযোগ করে বেশি বলে জানালেন ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় এনবিআরের কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়া কূটনৈতিকপাড়ায় ব্যস্ত দিন / সম্পর্কের ‘কালো মেঘ’ দূর করতে একমত বাংলাদেশ-ভারত; বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক / ‘নরম-গরমে’ কড়া ঢাকা; কূটনীতিকদের ইউনূস / ইইউ ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ; আবদুল আউয়াল মিন্টু / যেভাবে ব্যাংক হিসাব ফ্রিজ হচ্ছে তা আইনসিদ্ধ নয়; দুদক-বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল; সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি; বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।