জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় একেডিএন
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এর শিক্ষা কর্মসূচি আরও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়ে সংস্থাটিকে বৃত্তির সুযোগ আরো বাড়াতে উৎসাহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
একেডিএন-এর আবাসিক প্রতিনিধি মুনির এম মেরালি রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ করেন।
বিজ্ঞাপন
সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মুনির এম মেরালি বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নে একেডিএন-এর চলমান প্রচেষ্টা সম্পর্কে উপদেষ্টাকে ব্রিফ করেন।
আরও পড়ুন
বিশ্বব্যাপী জলবায়ু ইস্যুতে বাংলাদেশের নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে আবাসিক প্রতিনিধি জলবায়ু সহিষ্ণুতা ও টেকসই লক্ষ্য অর্জনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার জন্য সংস্থার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
এনআই/এমএসএ