প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘শতকোটি টাকার সম্পদের পাহাড়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা’ শিরোনামে ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে । গত ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জসীম উদ্দিন।
সম্পাদক বরাবর পাঠানো ওই প্রতিবাদ পত্রে বলা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে ঢাকা পোস্টে “শতকোটি টাকার সম্পদের পাহাড়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। দেরিতে হলেও ওই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি গ্রহণের পর থেকে অত্যন্ত সততার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। আমার সার্ভিস লাইফে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেনি বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে কোনো লিখিত অভিযোগ উত্থাপিত হয়নি। আমি কোনো প্রকার অফিসিয়ালি দুর্নীতি বা অনিয়মের জন্য বিভাগীয় শাস্তিও পাইনি। আমার বিরুদ্ধে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রকাশ করা হয়েছে তারও কোনো সত্যতা নেই। দুদক প্রথম প্রাথমিক তদন্ত করে এ বিষয়ে কোনো সত্যতা পায়নি।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, আমার ভাইয়েরা পৃথক বসবাস করেন। তাদের সঙ্গেও আমার কোনো যৌথ ব্যবসা-বাণিজ্য নেই। প্রকৃত সত্য হলো, আমার চাকরি জীবনকে বিতর্কিত করা ও মান সম্মানের ক্ষতিসাধন করার জন্য আমার কর্মস্থলের কোনো প্রতিপক্ষ কর্মকর্তা মনগড়া ওই অসত্য তথ্য উপস্থাপন করেছেন, আর সেই অসত্য বিষয়কে উপস্থাপন করে আপনার নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। এই নিউজ প্রকাশের কারণে আমি সমাজে হেয়-প্রতিপন্ন হয়েছি এবং আমার চাকরি জীবন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমি ওই বিভ্রান্তমূলক সংবাদটি প্রত্যাহার পূর্ব্বক আমার এই প্রতিবাদটি আপনার নিউজ পোর্টালে প্রকাশ করে জনবিভ্রান্তি দূর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।