সীমান্তে কোনো অপরাধকে সমর্থন করে না বাংলাদেশ। একইসঙ্গে সীমান্তে কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না বাংলাদেশ। তবে ভারত বলছে, সীমান্তে অপরাধের একটা ঝোঁক রয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের (এফওসি) বৈঠকে সীমান্ত হত্যার আলোচনায় দুই পক্ষ থেকে এসব বক্তব্য উঠে এসেছে। এদিন রাতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

পররাষ্ট্র সচিব বলেন, সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা এটা বলেছি, সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে, এটা কাম্য নয় এবং দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এই ধরনের হত্যাকাণ্ড কাম্য নয় এবং সংগতিপূর্ণ নয়। তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের একটা ঝোঁক আছে বলে তারা মনে করেন।

জসীম উদ্দিন বলেন, আমরা কোনো ধরনের অপরাধ সমর্থন করি না। একইসঙ্গে আমরা হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সংগতি রেখেই আমাদের যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্য নামিয়ে আনার বিষয়ে তারা যেন সচেষ্ট থাকে।

তিনি বলেন, এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচারসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ করেছি।

উল্লেখ্য, এফওসিতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এনআই/এসএম