পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত ৩ নভেম্বর থেকে আজ (৯ ডিসেম্বর) পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ১৮৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আনুমানিক ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এসব অভিযানে ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়।

এসএইচআর/এমএসএ