মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার এসআই শাহিন প্রত্যাহার
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিসহ মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ওই এসআইয়ের নাম শাহিন পারভেজ। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।
রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের পে মামলায় বাণিজ্যে পুলিশও জড়িত। আমার লোক যে সব ভালো তা বলব না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল অলরেডি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।
আরও পড়ুন
ডিএমপি কমিশনারের বক্তব্যের পর খোঁজ নিয়ে জানা যায়, কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, দুপুরে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, গতকাল রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর তাকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে বলে জানা গেছে।
জেইউ/জেডএস