প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বিশ্বের ৪টি অঞ্চলের ১২টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে স্মার্টফোন মালিকানায় বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯টি দেশ। এমনকি মোবাইল ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ তাদের চেয়ে পিছিয়ে। বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর ব্যয় করলেও স্মার্টফোনের দাম মানুষের হাতের নাগালে আনতে পারেনি। মানুষের মধ্যে স্মার্টফোনের ব্যবহারে চাহিদা তৈরি করতে পারেনি। ডিজিটাল সাক্ষরতার অভাবে অর্ধেক জনগোষ্ঠীই এসব সুবিধার বাইরে থাকছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) চলতি বছরের অক্টোবরে ‘দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি ২০২৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিম্নমধ্যম আয়ের ১২টি দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহার–সংক্রান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে করা জরিপের তথ্য তুলে ধরা হয়েছে।

বণিক বার্তা

জুলাই-সেপ্টেম্বরে ওষুধের খুচরা বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ১৯.৬৫%

দেশে ওষুধ উৎপাদনকারী কোম্পানির ওষুধ বিক্রি ও ধরন নিয়ে নিয়মিত জরিপ চালাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্যপ্রযুক্তি ও ক্লিনিক্যাল গবেষণায় নিয়োজিত বহুজাতিক প্রতিষ্ঠান আইকিউভিআইএ। সংস্থাটির হিসাবে, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশে খুচরা পর্যায়ে ওষুধ বিক্রি হয়েছে ৯ হাজার ৫৮ কোটি টাকার। ২০২৩ সালের একই সময়ের তুলনায় খুচরায় ওষুধ বিক্রিতে প্রবৃদ্ধির হার ১৯ দশমিক ৬৫ শতাংশ।

মানবজমিন

বছরের শুরুতে পাঠ্য বই পাচ্ছে না সব শিক্ষার্থী

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সকল পাঠ্য বই তুলে দেয়া সম্ভব হচ্ছে না। এমনকি জানুয়ারি মাসেও হাতে পাঠ্য বই পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এখনো ছাপাখানায় যায়নি ৯০ শতাংশ পাণ্ডুলিপি। শেষ হয়নি শতভাগ দরপত্রের কাজও। কাজে দ্রুততা আনতে প্রকাশকদের কাছ থেকে নেয়া হচ্ছে না পারফর্ম্যান্স গ্যারান্টিও (পিজি)। দীর্ঘসূত্রতা এড়াতে নিজস্ব ব্যবস্থাপনায় মনিটরিং করছে পাঠ্য বই ছাপানোর দায়িত্বরত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

কালের কণ্ঠ

রাজধানীর সড়ক ক্ষতবিক্ষত, জনদুর্ভোগ

রাজধানীর সড়কগুলোতে বড় ভোগান্তির অন্যতম কারণ যানজট। এর সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর খোঁড়া সড়কে খোঁড়াখুঁড়ির উন্নয়ন প্রকল্পের ধীরগতি যুক্ত হয়ে যানজটে নাকাল ঢাকাবাসীর চরম ভোগান্তিতেই দিন কাটছে। কিছু এলাকায় দীর্ঘদিন পড়ে থাকা ভাঙা সড়ক মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গুলশান, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার ১০০ ফুট সড়ক এবং পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।

দেশ রূপান্তর

৫ জনের ১০ হাতে প্রশাসন দলীয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান পেশায় ছিলেন অভিনেতা। অধিকাংশ গবেষণায় তিনি ১০ সেরা মার্কিন প্রেসিডেন্টের একজন। তার সাফল্যের কারণ ছিল একদল চৌকস ও পেশাদার আমলা। যারা সঠিক তথ্য-উপাত্ত দিয়ে প্রেসিডেন্টকে সফল করার জন্য নিবেদিত ছিলেন। রিগ্যানের প্রশাসনবিষয়ক কোনো অভিজ্ঞতা ছিল না।

মানবজমিন

হঠাৎ উধাও সয়াবিন তেল নেপথ্যে কী?

রাজধানীর বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। প্রায় উধাও হয়ে গেছে। আর পাওয়া গেলেও শর্তসহ বেশি দাম রাখা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ ছাড়া সামনে রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর কাওরান বাজার সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

কালের কণ্ঠ

ব্যবসা স্থবির রাজস্বে ধস

আগের সরকার উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে গণ-অভ্যুত্থানে গদিছাড়া হলেও তাদের রেখে যাওয়া টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। বরং রাজস্ব আয় বড় ধরনের ঘাটতির পথে। অর্থবছরের চার মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।

বণিক বার্তা

ঋণমানের অবনমন, আমদানি সংকট নাকি কারসাজি?

আবারো অস্থিতিশীল দেশে ভোজ্যতেলের বাজার। বাজারে পণ্যটির সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে শুল্কছাড়। এর পরও সমস্যার সমাধান হয়নি। দাম অনেক বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে ভোজ্যতেল পণ্য আমদানিতে এ সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করছেন আমদানিকারকরা। আবার কেউ কেউ বলছেন, দেশের ঋণমানে অবনমন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যায় পড়তে হচ্ছে তাদের, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ শৃঙ্খলকে বিঘ্নিত করেছে।

প্রথম আলো

পুলিশের এক লাখের বেশি সদস্যের ব্যক্তিগত তথ্যসহ সরকারি বিভিন্ন সংস্থার তথ্য ফাঁস

সরকারি বিভিন্ন সংস্থার সংবেদনশীল নানা তথ্য ইন্টারনেট জগতে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের এক লাখের বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য। আরও রয়েছে পুলিশের একটি তথ্যভান্ডারে প্রবেশের আইডি (পরিচয়) ও গোপন নম্বর (পাসওয়ার্ড)।

তথ্য ফাঁস হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারের সেবা সংস্থা, কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পরিবহনসংশ্লিষ্ট সরকারি সংস্থা, কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগেও একাধিক দফায় সরকারি তথ্য ফাঁস হয়েছিল।

যুগান্তর

সুদ পরিশোধ বেড়েছে ৯০ শতাংশ

দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে, তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম। ঋণের সুদহার বেড়েছে, কমেছে ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড। এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে পড়বে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে ঋণের স্থিতি। বৈশ্বিকভাবে ঋণের সুদহার ও দেশের ঋণের স্থিতি বাড়ায় গত বছরে বৈদেশিক ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ বেড়েছে ৯০ শতাংশ। যা বৈশ্বিকভাবে সর্বোচ্চ। এর আগের বছরে বেড়েছিল ১৫ শতাংশ। বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ কমলেও বেড়েছে সরকারি খাতের ঋণ পরিশোধের মাত্রা।

টিবিএস

পড়ে আছে ৩৫০ কোটি টাকার কর্ণফুলী টানেল রেস্ট হাউস, বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের

কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ায় ৪৫০ কোটি রিসোর্ট বা রেস্ট হাউসের নির্মাণ প্রকল্প শেষ হয়েছে চলতি বছরের জুনে। এরপর থেকে এটি অব্যবহৃতই পড়ে রয়েছে। এ কারণে এখন এই রেস্ট হাউসটিকে বেসরকারি খাতে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। 

বিপুল ব্যয়ের তুলনায় আয় অনেক কম হওয়ায় ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে কর্ণফুলী টানেল। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, এ টানেলের দৈনিক পরিচালন ব্যয় ৩৭.৪৪ লাখ টাকা, যেখানে টোল থেকে আয় হয় মাত্র ১০.৫০ লাখ টাকা। ফলে প্রতিদিন গড়ে ২৬ লাখ টাকার বেশি লোকসান দিচ্ছে সরকার। 

কালবেলা

দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ গুরুত্ব পাচ্ছে ২০ বিষয়

দেশের ৫৪ বছরের ইতিহাসে ১২টি সংসদ নির্বাচন হলেও এর বেশিরভাগই ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া চারটি নির্বাচন গ্রহণযোগ্যতা পেলেও বাকি সবকটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত শেষ তিনটি জাতীয় নির্বাচন নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এর প্রথমটি ‘একতরফা’, দ্বিতীয়টি ‘রাতের ভোট’ আবার সর্বশেষটি ‘আমি আর ডামি’ নির্বাচনের তকমা পায়। নির্বাচনের নামে তামাশার এসব ভোটের মহড়ায় প্রায় দেড় যুগ ধরে নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন দেশের নাগরিকরা। স্থানীয় সরকারের নির্বাচনগুলোও বাদ যায়নি এমন ‘নির্বাচনী ইঞ্জিনিয়ারিং’ থেকে। এমন প্রেক্ষাপটে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর নির্বাচনকে বিতর্কমুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এছাড়া চাঁদপুর / বাড়িটি আসলে একটি গ্রাম; বিচিত্র / গাড়ি বিস্ফোরণ ট্রেন দুর্ঘটনা, বিমান ক্রাশেও মৃত্যু ছুঁতে পারেনি তাকে; হুন্ডি ব্যবসায় শতকোটি টাকার মালিক ৩ ভাই; মজিবুর রহমান মঞ্জু / ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।