রাজধানীর বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টা দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, আজকে আমাদের রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি মাদ্রাসায় দিয়ে ছিলেন। সেই খাবার খেয়ে আমাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। বর্তমানে মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে।

চিকিৎসাধীন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, বেলাল (৩৬), সিয়াম (২৫), সাকিব(১৮), রাকিব(২০), আব্দুল্লাহ(২৫), আব্দুল নায়েক(২১), নোমান (১৮), মফিকন(৩০), সাফায়েত(১২), আব্দুল্লাহ (২০), নোমান (১৫), শহীদ(৫৫), হীরা (১২), জাফর (১৬), জাহের (১৪), সাজ্জাদ(১২), জুবায়ের(৮), রাইস (৭), মাহিম (৭), তাওহীদ (১৪), মাহাদী (১৫), হাবিল (২৫), বেলাল (৩২), ইয়াসিন (১৩), সিয়াম(১৫), আবির (১২), মেহেদী (৮), সালমান (৮), মাসুম(১৫), ওয়াসিব(২৬), আবু সালেহ (৯), নাজির(১২), মুজাহার (৫০), মোজাম্মেল(২০), নাঈমুল(১৪), ফাহিম(২০), সেলিম(২২), নূর মোহাম্মদ(১৯), জাওয়াদ (২২), হারুন অর রশিদ(৩৬), তানজিম (১১), আব্দুল্লাহ (১৪), তালহা(১৪), ওয়াসিম(১৩), মোবারক (১৫), কাহিদ(১৮), মাসুম (৩৫), আমির হামজা(১০), সজীব (১৩), সাদায়েত(১৬) ও বায়জিদ(২০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, বংশালের একটি মাদ্রাসার শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএএ/এমএসএ