আগুনে পোড়া সেই দুই জাহাজ উঠছে নিলামে
সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমটি বাংলার জ্যাতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’ নিলামে তোলা হচ্ছে। জাহাজ দুটি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএসসির বহরে সেবা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
দরপত্র জমা দেওয়া যাবে ৬ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে। তবে শিডিউল কিনতে হবে ৫ জানুয়ারির মধ্যে। চলতি বছর মাত্র ৫ দিনের মাথায় জাহাজ দুটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন
এ প্রসঙ্গে বিএসসির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) মো. গিয়াস উদ্দিন জানান, নিলামে বিক্রি করা হচ্ছে অগ্নিকাণ্ডে বিএসসির ক্ষতিগ্রস্ত দুই জাহাজ এমটি বাংলার জ্যাতি ও এমটি বাংলার সৌরভ। এ লক্ষ্যে গত ৫ ডিসেম্বর দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আগামী ৫ জানুয়ারির মধ্যে ১২ হাজার টাকায় শিডিউল পেপার কিনে ৪০ লাখ টাকা সিকিউরিটি মানি জমা দিতে হবে। দরপত্র ৬ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে। এজন্য বিএসসির চট্টগ্রাম ও ঢাকা অফিসে টেন্ডার বক্স রাখা হয়েছে। আগ্রহীরা নিয়ম মেনে এ উন্মুক্ত দরপত্রে অংশ গ্রহণ করতে পারবেন। মেইলেও দরপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘এমটি বাংলার জ্যাতি’ ও ‘এমটি বাংলার সৌরভ সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কবলে পড়া এবং আয়ুষ্কাল শেষ হওয়ায় বিএসসির বহর থেকে বাদ দেওয়া হচ্ছে এ দুটি জাহাজকে। এ দুটি জাহাজকে ভেঙে স্ক্র্যাপ করার লক্ষ্যে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন বিএসসির বহরে সাতটি জাহাজ থাকলেও দুটি কমে এখন পাঁচটিতে দাঁড়িয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্র জানিয়েছে, ১৯৮৭ সালের মে মাসে বিএসসির বহরে যুক্ত হয় জাহাজ দুটি। ডেনমার্কের তৈরি জাহাজ দুটির প্রত্যেকটিতে ১৪ হাজার ৫৪১ টন করে তেল ধারণক্ষমতা ছিল। সাধারণত সমুদ্রগামী জাহাজের লাইফটাইম ২৫ বছর পর্যন্ত ধরা হয়। তবে তেল পরিবহনে এ দুটি জাহাজের বিকল্প না থাকায় ৩৭ বছর ধরে সেবা দিয়েছে জাহাজ দুটি। শুরুর দিকে আন্তর্জাতিক রুটে জাহাজ দুটি চলাচল করলেও গত কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি করা তেলের অপেক্ষমাণ মাদার ভেসেল থেকে পতেঙ্গার গুপ্তখাল ডলফিন জেটিতে জ্বালানি তেল পরিবহন করে আসছিল জাহাজ দুটি।
এদিকে, জাহাজ দুটির মধ্যে গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে তিন জন মারা যান। এ ঘটনার পাঁচ দিনের মাথায় গত ৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা ‘এমটি বাংলার সৌরভ’ জাহাজে আগুন লাগে। এতে জাহাজটিতে থাকা এক স্টুয়ার্ড সদস্য পানিতে ঝাঁপ দিয়ে মারা যান।
আরএমএন/এমএসএ