আহলা দরবার শরীফে ইসলাম মাওলার ওরশ ১৪ ডিসেম্বর
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফে শাহসূফী সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারির (প্রকাশ- ইসলাম মাওলা) ৪২তম ওরশ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওরশ বাস্তবায়নে আহলা দরবার শরীফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, বাংলাদেশের চট্টগ্রামের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকার অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরীফে ইসলাম মাওলার ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দরবার শরীফ প্রাঙ্গণে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, যিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল। ভক্তদের সুবিধা বিবেচনায় নিয়ে ওরশের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, নুরুল কবির, মাওলানা মঞ্জুর হোসাইন আল কাদেরী, ডা. আজিজুল হক, খোরশেদ আলম মান্নান, মো. বেলাল হোসাইন, মো. রাশেদ, জামশেদুল ইসলাম চৌধুরী ও সাদমান সামিন।
এমআর/এসএসএইচ