যত বেশি শিক্ষা তত বেশি বেকার
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রিকতা আখতার বানু (৫২) পেশায় সিনিয়র স্টাফ নার্স। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা রমনা সরকারপাড়া গ্রামে তাঁর বাড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠাঁই হয়নি তাঁর বাক্প্রতিবন্ধী মেয়ের। তাকে স্কুল থেকে ছাড়পত্র দিয়ে বিদায় করে দিলে জেদ চেপে বসে রিকতার। নিজেই একটি স্কুল প্রতিষ্ঠা করেন। নিজের কর্মস্থল থেকে ফিরে রিকতা প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশে প্রতিদিন সময় দেন। তাঁর গড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ২৯৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
মেয়েকে পড়তে দেয়নি, তাই রিকতা নিজেই গড়লেন প্রতিবন্ধীদের স্কুল
প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই সংগ্রামের কারণে বিবিসির ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন রিকতা। চলতি বছরের এই তালিকা গত মঙ্গলবার প্রকাশ করে বিবিসি।
রিকতা আখতারের মেয়ে তানভীন একজন বাক্প্রতিবন্ধী। ২০০৮ সালে তাকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান রিকতা। কিছুদিন পর শিক্ষকেরা বলেন, প্রতিবন্ধী শিশুকে তাঁরা পড়াবেন না। অনেক অনুরোধেও মেয়েকে সেখানে আর রাখতে পারেননি।
কালবেলা
বাংলাদেশে একটি বহুল প্রচলিত প্রবাদ ‘লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’। ছোটবেলায় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতেই মূলত এ ধরনের কথা বলা হতো। কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো। বর্তমানে বাংলাদেশে যারা বেশি পড়াশোনা করেন, তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। অর্থাৎ বাস্তবতা বলছে, যত বেশি শিক্ষা তত বেশি বেকার। সরকারি সংস্থার জরিপ প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বেকার মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা। এর পরই রয়েছে উচ্চমাধ্যমিক সম্পন্নকারী এবং প্রাথমিকের গণ্ডি পেরোনো। বেকারত্বের হার সবচেয়ে কম অশিক্ষিতদের মধ্যে। অর্থাৎ যারা পড়াশোনা করেনি, তাদের মধ্যে বেকার মানুষ কম।
কালের কণ্ঠ
ছাপার ব্যয় বৃদ্ধি ৭০০ কোটি টাকা
চলতি বছর বিনা মূল্যে পাঠ্যবই ছাপতে প্রায় ৭০০ কোটি টাকা বেশি লাগছে। গত বছর বিনা মূল্যের পাঠ্যবই ছাপতে ব্যয় ধরা হয় এক হাজার ৪০০ কোটি টাকা। এ বছর ব্যয় ধরা হয়েছে দুই হাজার ১০০ কোটি টাকা। এতে বই মুদ্রণে ব্যয় অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বই ছাপায় বিপুল অঙ্কের টাকা বেশি লাগার পেছনে অন্যতম দুটি কারণ পাওয়া গেছে।
সূত্র জানায়, গত বছর ছাপা হয় প্রায় ৩৪ কোটি, কিন্তু এ বছর ছাপা হচ্ছে ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২ পাঠ্যবই। মূলত নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকে বিষয় ছিল ১০টি, কিন্তু আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় বই হয়ে যাচ্ছে ১৩টি। এ ছাড়া দশম শ্রেণির জন্য এবার বিশেষভাবে বই করতে হচ্ছে।
বণিক বার্তা
খাদ্যশস্যের সরকারি বিতরণ বাড়েনি, মজুদ কমেছে ৩৯.৭৫%
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকারিভাবে টিসিবি, ওএমএসসহ বেশকিছু কার্যক্রমের আওতায় খাদ্যশস্য (চাল ও গম) বিতরণ করে থাকে সরকার। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রায় প্রথম পাঁচ মাস (১ জুলাই থেকে ২৩ নভেম্বর) সময়ের মধ্যে আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় খাদ্যশস্য বিতরণ বাড়েনি। উল্টো তা হ্রাস পেয়েছে ৭১ হাজার ৩১৮ টন। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি ভাণ্ডার থেকে খাদ্যশস্য বিতরণ হয়েছে ১২ লাখ ৯১ হাজার ৭৬৮ টন। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময় বিতরণ হয়েছে ১২ লাখ ২০ হাজার ৪৫০ টন।
সমকাল
ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র, জেল পালানো আসামি
থানা ও ফাঁড়ি থেকে লুণ্ঠিত ১ হাজার ৪১৯ আগ্নেয়াস্ত্র আর ২ লাখ ৬৩ হাজার ১৫৩ রাউন্ড গুলির নেই খোঁজ। জেল পালানো দাগি অন্তত ৭০০ আসামি এখনও ‘নিখোঁজ’। এত সংখ্যক অস্ত্র-গুলির হদিস না পাওয়া আর আসামি ধরতে না পারায় জনমনে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। এর মধ্যেই চিহ্নিত অপরাধীরা লুট করা অস্ত্র ব্যবহার করে একের পর এক অপকর্ম করেই যাচ্ছে।
সর্বশেষ মুন্সীগঞ্জের শ্রীপুরে এক্সপ্রেসওয়েতে সাহিদা ইসলাম নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেপ্তার করা হয়। এর পর বেরিয়ে আসে, ৫ আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা অস্ত্রে গুলি চালিয়ে সাহিদাকে হত্যা করেন তৌহিদ। এর আগে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পেও একাধিকবার আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া দেয় মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, কাঠামো দেখে বোঝা যায়, বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছিল লুণ্ঠিত।
বণিক বার্তা
উৎপাদনে যেতে পারছে না জেরার বিদ্যুৎ কেন্দ্র, বসিয়ে রেখেই ঋণের তিন কিস্তি পরিশোধ
দেশের বৃহৎ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত। বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রায় এক বছর আগে এটি প্রস্তুত হয়েছে। এরই মধ্যে শেষ করেছে আনুষ্ঠানিক সব কার্যক্রমও। এটি নির্মাণে জাপানিজ কোম্পানি জাপানস এনার্জি ফর আ নিউ এরা (জেরা) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। কিন্তু গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় কেন্দ্রটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। এদিকে উৎপাদনে না গেলেও চুক্তি অনুযায়ী পরিশোধ করতে হচ্ছে ঋণের কিস্তি।
কালের কণ্ঠ
ক্যাসিনোকাণ্ডের ১৩ জন জামিনে মুক্ত
পাঁচ বছর আগে ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীমসহ গ্রেপ্তার ২১ জনের বিরুদ্ধে মোট ৫৭টি মামলা হয়েছিল। এর মধ্যে ৫৪টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে মানি লন্ডারিং আইনে ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া চলচ্চিত্র প্রযোজক আরমানসহ কয়েকজনের বিরুদ্ধে করা তিনটি মামলা এখনো তদন্ত করছে সিআইডি।
দেশ রূপান্তর
গেস্টরুমের যুগ পেরিয়ে আবাসিক হল
হাজারো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার শুরুতেই হোঁচট খেতেন শিক্ষার্থীরা। দূরদূরান্ত থেকে এসে হলে উঠতে ধরতে হতো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের। সংগঠনগুলোও তাদের দলে যোগ দেওয়ার শর্তে নবীন শিক্ষার্থীদের প্রথমে তুলত গণরুমে। নিয়মিত সংগঠনের মিছিল-সমাবেশে অংশ নিতে হতো তাদের। রাতে হাজিরা দিতে হয় গেস্টরুমে। রাতভর ম্যানার শেখানোর নামে চলত মানসিক ও শারীরিক নির্যাতন। আবার কোনো নেতা নাখোশ হলে অসহায়ের মতো বেরিয়ে যেতে হতো হল থেকে। বলার বা করার কিছুই থাকত না।
আজকের পত্রিকা
মাটির অম্লতা বেড়েছে, কমেছে ফসলের উৎপাদন
অম্ল মাটি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গঙ্গা অববাহিকা ছাড়া দেশের সব অঞ্চলের মাটিতে অম্লতার পরিমাণ বাড়ছে। অম্লতা যত বাড়বে, ফসলের উৎপাদনও তত কমবে। মাটিতে অম্লতার পরিমাণ বেশি হলে গম, ভুট্টা, আলু, সবজি, ডালসহ রবি শস্যে কাঙ্ক্ষিত ফলন মিলবে না।’
মাটির গুণগত মান নিয়ে গবেষণা করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। সংস্থাটির অম্ল মৃত্তিকা ব্যবস্থাপনা কর্মসূচির তথ্য অনুসারে, সময়ের সঙ্গে সঙ্গে দেশের আবাদযোগ্য জমিতে অম্লতার পরিমাণ বেড়ে যাচ্ছে। ১৯৯৮ সালে অধিক অম্ল থেকে অত্যধিক অম্ল জমির পরিমাণ ছিল ২৮ দশমিক ২৩ শতাংশ। ২০১০ সালে ছিল ৪১ দশমিক ২৩ শতাংশ, আর ২০২০ সালে অম্লতার পরিমাণ আরও বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৬৭ শতাংশে। মাটিতে অম্লতা বাড়ার কারণ হিসাবে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন, ইউরিয়া সারের অধিক ব্যবহার, ক্যালসিয়ামসহ ক্ষারীয় উপাদান হ্রাস, এক জমিতে অধিক চাষাবাদ, ফসল তোলার পর গাছ খেতের মাটির সঙ্গে মিশতে না দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা ইত্যাদি।
বণিক বার্তা
কর্মে নিয়োজিতদের ৫ শতাংশ সরকারি চাকরিতে
দেশে কোনো না কোনো কাজে যুক্ত থাকার মাধ্যমে অর্থ উপার্জন করছেন সাত কোটির বেশি মানুষ। এর মধ্যে ৫ শতাংশ যুক্ত আছেন সরকারি চাকরিতে। এখনো কর্মে যুক্ত জনগোষ্ঠীর সিংহভাগ অর্থ উপার্জন করছেন অপ্রাতিষ্ঠানিক খাত থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি সপ্তাহে প্রকাশিত শ্রমশক্তি জরিপ-২০২৩ প্রতিবেদনে বেকারদের শিক্ষাগত যোগ্যতাভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখানো হয়েছে, বেকারদের মধ্যে উচ্চ শিক্ষিতের হারই সবচেয়ে বেশি (১৩ শতাংশ)।
টিবিএস
শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে, বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী
অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ করতে নিত্য প্রয়োজনীয় ছয় পণ্যের শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। কিন্তু শুল্ক ছাড়ের দেড় মাস পার হলেও আমদানি তেমন একটা বাড়েনি। ফলে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ পণ্যের দাম এখনো চড়া।
আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, আমদানির অনুমতি দেওয়া ও শুল্ক–কর কমানোর একটি সুফল হলো, বাজার স্থিতিশীল হয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, আমদানিকারকেরা মুনাফা না হওয়ার আশঙ্কা থাকলে আমদানি করেন না।
এছাড়া সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য; ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে; তারেক রহমান / জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গী হোন; সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি ১২ বিচারপতি; হাসপাতালে ভর্তির প্রথম দিনই বেশিরভাগ রোগীর মৃত্যু হয়—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।