ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের পুনরায় বীজ সরবরাহ করা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাঙ্ক্ষিত অঙ্কুরোদ্গম হয়নি, সেখানেই পুনরায় বীজ সরবরাহ করা হবে।

প্রাথমিকভাবে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাঙ্ক্ষিত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ সরবরাহ করা হবে। 

এসএইচআর/এমজে