আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কোনো দেশের আগ্রাসন বা হামলা কখনোই বাংলাদেশ মেনে নেবে না।
এতে উপস্থিত ছিলেন- ডা.জিয়াউর রহমান, ডা. আসাদুজ্জামান, ডা.শফিকুল ইসলাম সুমন, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. রিয়াদ, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মেশকাত শরীফ ভূইয়া এবং ডা. জাকারিয়া আশরাফ আশফি। এ ছাড়া নার্স ও অন্যান্য কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
এসএএ/এমজে