ফাইল ছবি

পাকিস্তানে জরুরি অবতরণ করা ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে।

বিমান বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপক আল মামুন ফারুক ঢাকা পোস্টকে বলেন, বিমানটি জেদ্দা থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরবর্তী সময়ে ফ্লাইটটি সেখান থেকে রওনা দিয়ে আজ (বুধবার) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম পৌঁছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমান বাংলাদেশের বিজি-১৩৬ ফ্লাইটটি করাচিতে জরুরি অবতরণ করে বাচ্চাসহ এক নারী যাত্রীকে নামিয়ে দিয়েছে। পরে ফ্লাইটটি ফের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নেমে যাওয়া যাত্রী দুজনের গন্তব্য ছিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

এমআর/এমজে