চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে সবার কথা শুনতে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন তিনি। আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ আরও কয়েকটি দলের নেতারা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। 

এ সময় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককেও সেখানে দেখা যায়।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসে ফিরে গেছেন বলে জানা গেছে। তালিকায় নাম না থাকায় তিনি বৈঠকের ভেন্যুতে প্রবেশ করতে পারেননি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসর এ বৈঠক বিকেল ৪টায় শুরু হওয়ার কথা আছে।

এর আগে, গতকাল ৩ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের আগরতলায় হাইকমিশনে হামলা ও‌ দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার বিএনপি, জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

/এমএইচএন/এমএসএ