চট্টগ্রাম থানা লুটের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি এবং ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নয়াপাড়া রেলবিটের পশ্চিম পাশে হালিম কোম্পানির বাড়ি সংলগ্ন খালি জায়গা থেকে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালিকা মজুমদারের বাড়ির মৃত আক্তার হোসেনের ছেলে মো. মালেক (২৫) এবং আকবর শাহ থানার শহিদ লেন এলাকার মো. নয়নের ছেলে মো. বিজয় (২২)।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল-সেই ভিত্তিতে মো. মালেককে আজমনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে জানান। আরো জানান, তার সহযোগী বিজয়ের কাছে থানা থেকে লুটের অবৈধ অস্ত্র আছে। 

মালেকের দেওয়া তথ্যে পুলিশ বিজয়কে গ্রেপ্তার করে। পরে তাদের উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র এবং কার্তুজগুলো একটি সাদা রঙের বাজারের ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএমএন/জেডএস