দুর্ঘটনায় নিহত বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার।

মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইক‌মিশন এ তথ্য জা‌নিয়েছে।

হাইক‌মিশন জানায়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেওয়া হবে।

রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিয় পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে। 

মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।

এনআই/এসএম