আরো ৩ থানায় জাতীয় নাগরিক কমিটি গঠন
সাংগঠনিক বিস্তার কার্যক্রমের অংশ হিসেবে দেশের আরো তিনটি থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার (২ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেন।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার বাড্ডা থানায় ১০৯ সদস্যের, চট্টগ্রাম জেলার চকবাজার থানায় ৫৪ সদস্যের এবং কুড়িগ্রাম জেলার সদর থানায় ২০১ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো।
এর আগে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি বলেছে, ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানা ও উপজেলায় কমিটি গঠন করা হবে।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতির কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত দুই কমিটিসহ এখন পর্যন্ত দেশের ৩২টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ১৮টি থানায় কমিটি করা হয়েছে। অন্য ১৪টি থানা-উপজেলা ঢাকার বাইরের।
জেডএস