বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমর্থ‌নে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) গ্রেপ্তার হওয়া আরও ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। 

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় তাদের বহনকারী ফ্লাইট দেশে পৌঁছায়।

প্রবাসী কল‌্যাণ ও বৈদে‌শিক কর্মসংস্থ‌ান মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, দুবাইয়ে গ্রেপ্তার ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। তাদের মধ্যে ১১৩ জন ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছেন। আজ দেশে ফিরেছে আরও ২৪ জন। মুক্তি পাওয়া আরও ৫১ বাংলাদে‌শি চল‌তি সপ্তাহের মধ্যে দেশে ফেরার কথা।

এনআই/এমএ