রাজধানীর মুগদার খালপাড় এলাকায় দরজা ভেঙে রুমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুমা আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। মুগদা থানার খালপাড় এলাকার লিয়াকত আলীর বাসায় স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মুগদা থানা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ।

তিনি বলেন, ভালোবেসে শরীফ নামে এক যুবককে ৮ থেকে ৯ মাস আগে বিয়ে করেন রুমা আক্তার। গতকাল (রোববার) প্রতিবেশীরা ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে দরজা ভেঙে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, রুমার স্বামী পেশায় একজন দিনমজুর। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। মোবাইল ফোনটিও পাশে ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। নিহত রুমা আক্তারের স্বামী শরীফকে পেলে কোনো তথ্য পাওয়া যেতে পারে।

এসএএ/এমজে