রাজধানীতে রাস্তার পাশে পড়েছিল রিকশা চালকের মরদেহ
রাজধানীর সবুজবাগের গ্রিন মডেল টাউন এলাকায় গলায় রশি পেঁচিয়ে বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত বিধান মণ্ডলের বাড়ি ডেমরা থানার কয়েত পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মহাদেব মণ্ডলের ছেলে।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফেরদৌস জানান, গতকাল (রোববার) রাতে আমরা গ্রিন মডেল টাউনের ভেতরে টহল ডিউটি করার সময় রাস্তার পাশে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে বিষয়টি সবুজবাগ থানা পুলিশকে জানাই। তারা রাত একটার দিকে এসে মরদেহটি উদ্ধার করে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে গ্রিন মডেল টাউনের ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া, মাথার পেছনে আঘাত ও থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— চালককে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এসএএ/এমজে