বাবা-মায়ের পর না ফেরার দেশে আব্দুল্লাহ
রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ মো. আব্দুল্লাহ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের পল্লবী থেকে গত ২৪ নভেম্বর সাতজন দগ্ধ হয়ে এসেছিল। তাদের মধ্যে আব্দুল খলিল ও রুমা আক্তারের মৃত্যু হয়। আজ (সোমবার) ভোরের দিকে আইসিইউতে আব্দুল্লাহ নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন আছে।
এর আগে শিশু আব্দুল্লাহর বাবা ও মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে।
এসএএ/এমজে