প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে টাকা ছাপিয়ে তারল্যসংকটে পড়া ছয় ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হবে, এমন খবরে এ আলোচনার পালে হাওয়া লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে, টাকা ছাপানো মানেই টাঁকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে। আসলে তা নয়। বাস্তবতা হলো, সব টাকা ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সব সময়ই উল্লেখযোগ্য পরিমাণে ছাপানো টাকা থাকে, তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হয়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায়, কার কাছে কত

আবার কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হরিজার্ভ মানি, যা ‘হার্ড মানি’ হিসেবেও পরিচিত। দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪১ হাজার ৫৯৫ কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩ লাখ ৭৫ হাজার ২৭৩ কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ১০০ টাকা ছাড়লে তা পাঁচ গুণের মতো, অর্থাৎ ৫০০ টাকার ‘ভ্যালু’ তৈরি করে। তবে টাকা ছাপানো হলে তা মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। সে জন্য অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে টাকা না ছাপানোর পক্ষে মত দিয়ে থাকেন।

কালবেলা

মাসে ১৮ হাজার মোবাইল ফোন খোয়া যাচ্ছে

টাঙ্গাইলে বাসার সামনেই ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. ইমামুর রশীদ। ছিনতাইকারী তার মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছিল। গত ১৮ অক্টোবর সকালের ওই ঘটনার পরদিনই অবশ্য তার ফোনটি উদ্ধার হয়। বছরখানেক আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় নিজের মোবাইল ফোন খোয়া গেলে থানায় জিডি করেছিলেন সূচনা ধর নামে এক নারী। এখনো তার ফোনটি উদ্ধার হয়নি।

শুধু পুলিশের এই কর্মকর্তা বা সূচনা নন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে ১৮ হাজার ৫০৭টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। এসব ঘটনার প্রায় সবকটিতেই হারানোর জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে। যদিও হারানো জিডির সূত্রে পুলিশ মাসে গড়ে প্রায় ৩ হাজার ২০০ মোবাইল ফোনসেট উদ্ধার করতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রে চুরি, পকেটমার ও ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানোর জিডি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে।

মানবজমিন

পদ হারানো মেয়ররা পলাতক, আছে ব্যতিক্রমও

আওয়ামী লীগ সরকার পতনের পরপর দেশের ১২টি সিটি করপোরেশনের  মেয়রদের প্রায় সবাই পালিয়ে গেছে। সরকার পতনের পর ১৯শে আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের অপসারণ করে। এরপর থেকে অভিভাবকহীন অবস্থাতেই চলছে সিটি করপোরেশনের কার্যক্রম। পদ হারানো অধিকাংশ মেয়র পালিয়ে বেড়ালেও তাদের মধ্যে তিনজন ব্যতিক্রম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং মেয়র পদ থেকে সরানো হলেও স্বাভাবিক জীবনযাপন করছেন তারা। তবে জনসম্মুখে আসছেন না। কেউ নিজ বাস ভবনেই রয়েছেন। সাবেক এই তিন সিটি মেয়র হলেন- নারায়ণগঞ্জ সিটির সেলিনা হায়াৎ আইভী, গাজীপুরের জায়েদা খাতুন ও রংপুরের মোস্তাফিজার রহমান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সরকার পতনের কোনো প্রভাবও তাদের ওপর পড়েনি। বরং পালিয়ে যাওয়া মেয়রদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশনেও (দুদক)। 

কালের কণ্ঠ

বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতার ভোগান্তি বাড়ছে

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে হাতে গোনা দু-তিনটি কম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল মিলছে না। কয়েকটি ব্র্যান্ডের তেল মিললেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম।

সমকাল

‘ক্যাডার’ শব্দ বাদ দেওয়ার চিন্তা

সরকারি চাকরিতে ‘ক্যাডার’ শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। শব্দটি নেতিবাচক হওয়ায় এমন সুপারিশ করা হবে। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রশাসন নিয়ে অনেকের আগ্রহ। বিশেষ করে বিসিএসকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) মনে করা হয় ক্যাডার। এ শব্দটির সঙ্গে নেতিবাচক কিছু থাকে। এ জন্য সংস্কার কমিশন প্রস্তাব দেবে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার। এর বদলে সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার বলার সুপারিশ করা হবে।

কালের কণ্ঠ

উন্নয়নের ৪০ শতাংশ টাকাই লুট

জনগণের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে দীর্ঘ ১৬ বছর আওয়ামী সরকার ক্ষমতাকে মনে করেছিল অর্থপাচার, লুটপাট, অনিয়মের প্রতিষ্ঠিত লাইসেন্স। এই সময়ের ব্যবধানে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের সরাসরি প্রশ্রয়ে রাজনীতিবিদ, আমলা, এমপি, মন্ত্রী, পুলিশসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা শুধু দেশের বাইরে টাকাই পাচার করেছেন ৩০ লাখ কোটিরও বেশি। ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র’ শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক ভারসাম্য, ব্যাংকিং খাতের পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, সরকারের ঋণ, পরিসংখ্যানের মান, বাণিজ্য, রাজস্ব, ব্যয়, মেগাপ্রকল্প, ব্যবসার পরিবেশ, দারিদ্র্য ও সমতা, পুঁজিবাজার, শিক্ষা, স্বাস্থ্য, নারী, জলবায়ু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি।

দেশ রূপান্তর

দুর্ঘটনার ১৭.৯১% ব্যাটারিযানে

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। আর এই সুযোগে নতুন করে রাজধানীর অধিকাংশ সড়ক দাপিয়ে বেড়াচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। চলাচলে এখনো কোনো নীতিমালা ঠিক না হওয়ায় হযবরল অবস্থা চলছে এই যানটি ঘিরে। অন্যদিকে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থার পর গ্যারেজগুলোতে নতুন ব্যাটারিচালিত রিকশা বানানোর সংখ্যা বেড়েছে।

কালের কণ্ঠ

ভিসার জন্য হুন্ডিতে ১৩ লাখ কোটি টাকা লেনদেন

প্রবাসে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো গত ১০ বছরে ভিসার জন্য হুন্ডির মাধ্যমে ১৩.৪ লাখ কোটি টাকা লেনদেন করেছে। এই টাকা ঢাকা এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ ব্যয়ের চার গুণ। সিন্ডিকেট এবং এই শোষণমূলক নিয়োগের কারণে অভিবাসী শ্রমিকরা ন্যায্য কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন এবং দেশে রেমিট্যান্সের পরিমাণ কমেছে।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এছাড়া ভুয়া সনদে নগর পরিকল্পনাবিদ!; এবার যুক্তরাজ্যে মিলল হাসিনার দোসরদের বিপুল সম্পত্তি; ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল হলেন এফবিআই প্রধান; ডেঙ্গুতে মৃত্যু ছয়, ৮৮২ জন হাসপাতালে; ক্রেডিট কার্ডের সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ; এস আলমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা জনতা ব্যাংকের; যুদ্ধাপরাধের মামলায় প্রথম মুক্তি পেলেন শামসুল হক—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।