চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে মো. মামুন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

মামুন সরফভাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।  

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সঙ্গে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার এটি নিয়ে বৈঠক হয়। এতে দুই এলাকার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত সাতজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এনএফ