মগবাজারে রেললাইনে প্রাইভেটকার, ট্রেনের ধাক্কা
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল ক্রসিংয়ের সিগন্যাল নামানোর পরও রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। এর মধ্যে ওই সময়ে তেজগাঁওয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, মগবাজারে সন্ধ্যায় একটি দুর্ঘটনার খবর জেনেছি। সেখানে রেললাইনের উপর থাকা একটি গাড়িকে ট্রেন ধাক্কা দিয়ে পার হয়ে যায়। এই ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমএইচএন/জেডএস