আজিমপুর কবরস্থানেও চাঁদাবাজি!
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট হয়েছে। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় ৭ লাখ ২০ হাজার কোটি টাকা। এর ৪০ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে। উন্নয়ন প্রকল্পে মূলত রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন বিদায়ী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগের ১৫ বছরে পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট
অর্থনীতি নিয়ে সরকারের শ্বেতপত্রে প্রকল্পের নামে টাকা অপচয়ের এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি, অনিয়ম, অর্থের অপচয়—এসব বিষয় নিয়ে মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে প্রায় ৬ হাজার কোটি ডলার বা ৭ লাখ ২০ হাজার কোটি টাকা (বর্তমান বাজারদরে) অর্থ এডিপির মাধ্যমে খরচ হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে, এডিপির মাধ্যমে যত টাকা খরচ করা হয়েছে, এর ২৩ থেকে ৪০ শতাংশ অপচয় ও লুটপাট হয়ে গেছে।
কালবেলা
ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার
রাজধানীর সোবহানবাগের বাংলাদেশ ইএনটি হাসপাতালে তিন বছর আগে অস্ত্রোপচারের রোগীর হঠাৎ অবস্থার অবনতি হয়। ২০২১ সালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীকে রেফার করার হারও বেড়ে যায়। ওই সময় মৃত্যুও তুলনামূলকভাবে বেড়ে যায়। এ নিয়ে বোর্ড সভায় আলোচনা হয়। কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি অনুসন্ধানে নেমে দেখে, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের (ওটি) ফ্রিজারে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধের ভায়াল। সেই ওষুধ অস্ত্রোপচারের রোগীর ওপর প্রয়োগ করা হতো।
কালের কণ্ঠ
ডিএমপিতে ৮৪৮০ মামলার তদন্তে ধীরগতি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বর্তমানে ডিএমপিতে আট হাজার ৪৮০টি মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলা পর্যালোচনায় দেখা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটা ঘটনাগুলোর মামলা ছাড়া অন্যগুলোর অগ্রগতি ধীর। ডিএমপি বলছে, তাদের লোকবলের ঘাটতি নেই। সব মামলার তদন্ত যথাযথভাবে চলছে।
সমকাল
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বড় ধাক্কা লেগেছে। সরকারি পর্যায়ে যোগাযোগ কার্যত বন্ধ। সীমান্ত সমস্যা, নদীর পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় ঝুলে গেছে। আমদানি-রপ্তানিও বিঘ্নিত। দোষারোপে চড়ছে উত্তেজনা। এরই মধ্যে সংখ্যালঘু ইস্যু সামনে এনে ভারত সরকার, দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বিতভাবে বাংলাদেশবিরোধী প্রচারে নেমেছে। বেশির ভাগ ক্ষেত্রে বিকৃত, মিথ্যা ও ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছে। তবে জবাবে বাংলাদেশ খুবই সতর্ক।
ইত্তেফাক
রাজধানীর আজিমপুর কবরস্থানে প্রতিটি কবর দেওয়ার ক্ষেত্রে চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত মূল্যের বেশি টাকা আদায় করা হচ্ছে। গত ৫ আগস্টের পরপর কবরস্থানে কবর দেওয়ার কাজটি অন্যের দখলে চলে যায়। কবর দেওয়ার জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মায়া ট্রেডার্সকে বের করে দেয় একটি চাঁদাবাজ সিন্ডিকেট। এখন ঐ সিন্ডিকেট প্রতিটি কবর দেওয়ার ক্ষেত্রে ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা চাঁদাবাজি করছে। দিনে ৫০ হাজার টাকার চাঁদাবাজি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
যুগান্তর
খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করার ফলে আগামীতে ব্যাংক খাতে চাপ বা সংকট বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যমান পরিস্থিতিতে এমনিতেই খেলাপি ঋণ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। আন্তর্জাতিক মানে উন্নীত করে সংজ্ঞা আরও কঠোর করার ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে। এর বিপরীতে বাড়তি প্রভিশন রাখতে হবে। এছাড়া নতুন নীতিমালায় নিয়মিত ঋণের বিপরীতে প্রভিশন রাখার হার আগের চেয়ে বাড়ানো হয়েছে। এমনিতেই ব্যাংকগুলোয় ৫৬ হাজার কোটি টাকা প্রভিশন ঘাটতি রয়েছে। এই বৃদ্ধির ফলে মূলধন ঘাটতিও বেড়ে যাবে। এতে বিনিয়োগযোগ্য তহবিল কমে যাবে। সার্বিকভাবে ব্যাংকগুলো আরও দুর্বল হবে।
বাংলাদেশ প্রতিদিন
নানা সংকটে জর্জরিত পুলিশ। গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অবকাঠামোয় হামলার ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। বিপরীতে এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। মাঝেমধ্যেই ঘটছে অনাকাক্সিক্ষত ঘটনা। বেড়েছে চুরি-ডাকাতি ছিনতাইসহ বহুমাত্রিক অপরাধ। এখনো অনিরাপদ সড়ক-মহাসড়ক, শহর-জনপদ। যৌথ বাহিনীর সহায়তা ছাড়া নিরাপত্তা নিশ্চিতে এখনো শতভাগ ভূমিকা রাখতে পারছেন না পুলিশ সদস্যরা। স্বাভাবিক হয়নি এখনো পুলিশের দাপ্তরিক কার্যক্রম।
বণিক বার্তা
ব্যাংক খাতের দুর্দশার দায় অডিট ফার্ম ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানেরও
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (A+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল। ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটির এ ঋণমান দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। এ সময় ব্যাংকটির বহির্নিরীক্ষক প্রতিষ্ঠান ছিল খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এ নিরীক্ষা প্রতিষ্ঠানের অংশীদার মোহাম্মদ শহিদ ব্যাংকটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিলেন।
কালের কণ্ঠ
পাসপোর্ট জটিলতায় অবৈধ হচ্ছেন দেড় লাখ প্রবাসী!
বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। ছয় মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের।
প্রবাসীরা বলছেন, বেশির ভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা গোনার শঙ্কা রয়েছে।
কালের কণ্ঠ
পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা, কর্ণফুলী ও সুরমা নদী। বর্তমানে এই নদীগুলোর মরণদশা। অন্যদিকে পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এ কারণে সমুদ্রের তলদেশে যে হারে বাড়ছে পলিথিন-প্লাস্টিকের স্তর, তাতে আগামী ৫০ বছর পর সমুদ্রে মাছের চেয়ে পলিথিনের পরিমাণ বেশি হবে।
এছাড়া সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল; পুলিশ গুলিতে ঝাঁজরা তরুণীর লাশের পাশে ছড়িয়ে ছিল খোসা; গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা / বাংলাদেশ-ভারত সম্পর্ক ৫ আগস্টের পর বদলে গেছে; দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন; ২১ আগস্ট গ্রেনেড হামলা / হাইকোর্টে দণ্ডিত আসামিদের ভাগ্য নির্ধারণ আজ; প্রবীণদের শান্তিনিবাস অকেজো পড়ে আছে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।