মধ্যরাতে বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন
রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দুটি কাপড়ের দোকানে আগুন লেগেছে। ভেতরে প্রচণ্ড ধোয়া ও আগুন রয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এমএসি/এমজে