যোগদানের একদিন পরই পদত্যাগ করলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার। তিনি বুধবার (২৭ নভেম্বর) বিইআরসিতে সদস্য (বিদ্যুৎ) হিসেবে যোগদান করেছিলেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাবেক কর্মকর্তা গিয়াস উদ্দিন জোয়াদ্দারসহ চারজনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পরের দিন ২৭ নভেম্বর যোগ দিয়ে একদিন অফিস করেছিলেন গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অফিস না করে হাতে লেখা একটি পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠান তিনি। এতে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়।

গিয়াস উদ্দিন জোয়াদ্দার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসির) নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ছিলেন। অবসর গ্রহণের পর দুই দফায় চুক্তি ভিত্তিক নিয়োগ পান। ডিপিডিসি থেকে বিদায় নেন ২০২৩ সালে। বিইআরসিতে নিয়োগ পাওয়ায় বিগত সরকারের দোসর হিসেবে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনার কারণে নিজে থেকেই পদত্যাগ করলেন নাকি চাপের কারণে পদত্যাগ– সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয় নুরুল আমিন কমিশন। এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল। তিন মাস শূন্য থাকার পর ২৬ নভেম্বর সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া অপর তিন সদস্য হলেন– সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান ও মো. আব্দুর রাজ্জাক।

ওএফএ/এসএসএইচ