রাজধানীর কচুক্ষেতে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কচুক্ষেত এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, কচুক্ষেতে ছয়তলা ভবনের পাঁচতলায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমএসি/টিএম