মিরপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল
‘সন্ত্রাসী আওয়ামী লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত’
চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রুপনগর থানার প্রতিনিধিরা এ বিক্ষোভের আয়োজন করেন। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরপুর-১০ নম্বরের স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন
সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহীদ কামরুন নাহারের ভাই, শহীদ সাইদুল ইসলামের মা, শহীদ আহসান হাবীবের বাবা বক্তব্য দেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিরা বক্তব্য দেন।
আরও পড়ুন
এতে শহীদ পরিবারের সদস্যরা অতি দ্রুত জুলাই-আগস্টে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী এবং প্রশাসনের যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, আজ মিরপুরের এ বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে।
শহীদ মো. সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, এ সরকার আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। কিন্তু আজ আমরা শহীদ পরিবারের সদস্যরা অবহেলিত। আমাদের সন্তানদের যারা খুন করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের বিচার চাই। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মতো জীবন দেব।
সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্য নেতারা।
এমএসআই/এসএসএইচ