বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনী প্রস্তাবনার বিষয়ে জনসাধারণের মতামত নেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, গেজেটকৃত বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) কিছু সংশোধনী ও সংযোজনী গেজেট আকারে প্রকাশের পূর্বে জনসাধারণের মতামত গ্রহণের জন্য সংশোধনী খসড়া রাজউকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মতামত প্রদানের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

এএসএস/এমজে