১৮৮ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত, ৭ দিনের মধ্যে ফিরবেন ৭৫ জন
জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটি। আগামী এক সপ্তাহের মধ্যে তারা দেশে ফিরবেন।
শুক্রবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পরপরই প্রবাসীদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টা নিজে আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করে অনুরোধ জানান।
তার ফলশ্রুতিতে ইতোমধ্যে ১১৩ জন এবং আজ ৭৫ জন মোট ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। ১১৩ জন ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছেন। আজ মুক্তি পাওয়া ৭৫ জন আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন।
এনআই/এমজে