রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা, পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে ৪৩২ কোটি টাকা পাচার, সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার...

বৃহস্পতিবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…

রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা

সংকটে থাকা ৬ ব্যাংককে ২২ হাজার ৫০০ কো‌টি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব‌্যাংক। এর ফলে আগামী রোববার থেকে ব‌্যাংকগু‌লোতে টাকা পাবেন গ্রাহকরা। তবে চাহিদার চে‌য়ে বে‌শি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লড়াই বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। আমরা যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে ৪৩২ কোটি টাকা পাচার

অ্যাগ্রো বিডি এন্ড জেপি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে ৪৩২ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। যৌথ তদন্ত দলে রয়েছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর ও পুলিশের সিআইডি। 

হজ নিবন্ধনের সময় বাড়ল

হজযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা : তারেক রহমান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচারমুক্ত করেছি। দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। এখন সামনের দিনে দেশ গড়ার পালা। 

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা

গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

দিল্লিতে দুই মাসে দুই বিস্ফোরণে দিশাহারা পুলিশ, পাচ্ছে না কিনারা

ভারতের রাজধানী নয়াদিল্লির রোহিণী জেলার প্রশান্ত বিহারে গত দুই মাসে অন্তত দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত ২০ অক্টোবর দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফের একটি স্কুলের কাছে। আর অন্য বিস্ফোরণটি ঘটেছে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে প্রশান্ত বিহারের একটি চলচ্চিত্র থিয়েটারের কাছে। এই দুই বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তার কোনও কূল-কিনারা করতে পাচ্ছে না দিল্লি পুলিশ।

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা, তবুও লজ্জা ঘুচল না ভারতের!

দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে নেমে স্বাগতিক পেসারদের তোপে লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার দল নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়েছে। তবে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার কীর্তিতে এশিয়ান দেশের মধ্যে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। মাত্র ৬ রানের জন্য তাদের মুক্তি মেলেনি।

এমজে