জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ, ফিটনেস পরীক্ষায় পাস তামিম, মাঠে নামতে আর বাধা নেই...

মঙ্গলবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…

জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংশ্লিষ্ট সবার প্রতি এ আহ্বান জানান তিনি।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৮ জন।

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস : বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাঠে নেই আওয়ামী লীগ, কূটনৈতিক পাড়ায় বিএনপির সুসময়

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দল আওয়ামী লীগ। দেড় যুগের বেশি সময় মসনদে থাকা রাজনৈতিক দলটির কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু ক‌রে তৃণমূলের নেতারা পর্যন্ত দেশ-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে দৃশ্যত রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ। ঢাকার কূটনৈতিক পাড়ায়ও নেই দলটির দৌড়ঝাঁপ।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বিক্ষোভ হয়েছে। প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যসভার বিরোধীনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বুধবার কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের সামনে এই বিক্ষোভ করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতে কার প্রতিক্রিয়া কেমন

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। দেশটির কিছু গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গে আগ্রাসী প্রতিবেদন করা হলেও কিছু ক্ষেত্রে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হচ্ছে।

ফিটনেস পরীক্ষায় পাস তামিম, মাঠে নামতে আর বাধা নেই

লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। তবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। এই লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হতো তাকে। এবার সেই বাধা ভালোভাবেই পার করেছেন তামিম।

এমজে