চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোকসভা এবং সম্প্রীতি সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সমাবেশের প্ল্যাকার্ডের স্লোগানে ভারত বিরোধিতা ফুটে উঠেছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।

এ সময় সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের হাতে বেশ কয়েকটি প্ল্যাকার্ড দেখা যায়। 

এতে স্লোগান হিসেবে লেখা রয়েছে— ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি আলিফ হত্যার জন্য দায়ী, ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করতে হবে, শান্ত থাকার স্ট্যাটাস দিয়ে প্রতারণা, ছাত্রজনতা মানে না মানবে না, ক্ষমতা না জনতা? ক্ষমতা না একতা? ভারত নয় বিধাতা, জনতার একতা, ভারত যাদের ঠিকানা এ দেশ তাদের চাই না, শান্ত থাকার নাই গতি চুপ থাকা তো ভারত ভীতি এবং খুনি হাসিনার রাজনীতি ভারতের সাথে সম্প্রীতি। 

শুধু প্ল্যাকার্ড নয়, স্লোগানেও ভারতবিরোধিতা ফুটে উঠেছে।

এর আগে দুপুর আড়াইটা থেকে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা।

এমএসআই/এমজে