দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি রেস্টুরেন্ট ও কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জ্বালানি বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তিতাস গ্যাস জোন-৫ এর অন্তর্গত চুনকুটিয়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা রেস্টুরেন্ট এবং একটি নামবিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ এবং মো. সফিক উল্ল্যাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়। 

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে একটি কম্প্রেসার, ২৫ ফুট এমএস পাইপ, ২০ ফুট হোস পাইপ ও একটি দ্বিমুখী চুলা।

ওএফএ/এমজে