বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চারজন সদস্য।

সোমবার (২৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তারা। সেখানে তারা আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী ‘রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’র অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেছেন সদস্য মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ. এস. এম. গোলাম হাফিজ, ড. মোহাম্মদ সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

সমাধি জিয়ারতের পর তারা আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের কথা শোনেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনএম/জেডএস